২৭ ডিসেম্বর দুই হাজার আঠারো
তাড়াতাড়ি করতেই দেরী হয়ে গ্যালো। উন্নত মানের খাবার খাওয়া হল রাতে, নাগদান হয়ে বসে আছি এখন। ভূড়ির গৌরব স্পন্দনে রাত্রী পৃথিবীর ভার টের পাওয়া যাচ্ছে, স্থূলতারই ভারে কিনা জানি না মগজ কেটে যাচ্ছে উন্নত মানের বিষন্নতায়।
শিয়ালের ঘাড়ে চেপে দ্রাক্ষার কালিমা-দোষারোপ— বহুত দিন ধরেই তো লেপ্টে আছে ব্যর্থতার মতন জীবনের ওপেন সিক্রেটগুলি, তাই না?
অনেকগুলি মুখোশ-
মুখোশ স্বভাবতই একটা দুরত্ব রচনাকারী চিজ ...
Tuesday 29th December 2020 7:25 pm
kings of leon এর use somebody শুনতে শুনতে আর জী. দা.'র নির্জন স্বাক্ষর পড়তে পড়তে এই বন্দেগী
এমনিই ঘুরতে ফিরতে ছিলাম
কি একটা ঘটনা
কি একটা যে পেরেশানি হলো
আগের সকল চিনচিনে না পাওয়া— এগুলি কোন ব্যাপারই না
এক তুড়ির নিমেষে তারা তুচ্ছ একটা ঘটনা হয়ে গ্যালো
তুচ্ছ একটা যেনতেন ঘটনা—
আগের সকল বেদনা, বেদনার কারিতাস—
এখন একটা রুমালের মতন ভলিউমে এরা পকেটে পড়ে আছে
একটা আদুরে বিড়ালের মতন লাফ দিয়ে নতুন প্রেম এলো কোলে
শীতের সকালের মিষ্টি রোদ মাখা তার গায়ে
একটা আদ...
Thursday 29th October 2020 11:39 am
*
বিরতি বিরতি বিরতি
চিরুনি হাতে নিয়ে সিলোয়েট বসে আছে
নড়ে উঠে যখন- সরে যায় তো,
একটু একটু করে নড়ে নড়ে চুল আচড়ায়।
ভঙ্গিমা হয়ে থাকে—
একটি মেয়ে মানুষের-
সিলোয়েট।
মেয়েটি চলে যায়, উঠে- আয়নার কাছ থেকে।
চিরুনিতে- লেগে আছে দুইটি পাঁচটি চুল- চুলের উপাত্ত
ঝরা, ঘ্রাণ ঝরা, ঝাপসা হয়ে আসে আলো অন্ধকারের কাছে—
অন্ধকার আলো ও আলোর উৎসকে নিয়ে ট্রল করে
কিছু মুর্ছনা তাও হয়
বিরতি বিরতি ব...
Saturday 29th August 2020 7:02 am
কিরি কিরি
আমরা এমনিই হাঁটতেছিলাম
চা খাইতে বের হইছিলাম
বড় রাস্তার উপর আইসা দেখি একটা নায়ক নাঁচতেছে
রাস্তার ওইপাড়ে তার প্রেমিকার বাসা
আমরা আগায় গিয়া একটু উৎসুক হইলাম
অবস্থা থাকতে থাকতেই নায়কের সাথে যে ছিল
তাকে গিয়া জিজ্ঞাসা করলাম এইটা ইউটিউব না সিনেমা?
নাকি টিকটক, ছবির পরিচালক কই
কোন হেল্প লাগবে কি না,
আমরাও পেছন দিয়া একটু নাঁইচা দিব কিনা
সে আমাদের ভাগায় দিল। আমরা রাস্তা পাড় হয়ে ...
Monday 16th September 2019 6:57 am
*
ছোট ছোট কর্মশালায় মাঝে মাঝে যাওয়া যায়
গেলে ভাল-
শোভা আর সুগন্ধীর ধার কাছ পেলে ভাল
বাগানের ফুল ছিড়বেন না ভাই।
আশাতীত মিথ, হাত আর কলমের কাছ থেকে জানি কোন আশা নাই
শেয়ালের পান্ডিত্য স্মরণ মনে হয় এ ক্ষেত্রে ভাল।
বড় বড় ছায়া ছোট খাট নট
আমিও সাংস্কৃতিক,তুমি বেহুলার মত।
নাঁচ শিখতেছ জানি..
একটা অটোরিক্সায় বিকেলের দিকে না
আহত দুপুর সঙ্গে নিয়েই কোথাও..
যাতায়াত ব্যবস্থা ভাল ...
Monday 10th September 2018 5:19 pm
লস্ট ইন ট্রান্সলেশন
সবারই তো মনে মনে ব্যবসা
কত না গোয়া মারে মনে মনে
সকলই সকলকে
হায় হাছান হায় হোছেন
জান ফেটে তো বাহির হয়া যাইতেছে সব-
মেধা আর প্রেম
হালে পানি নাই-
পানি নিয়ে ভাবনার গোলটেবিলে
নিজের সঙ্গে নিজেই খেলে ফেলতেছি কয়েক দান
রক পেপার সিজার্স
আর তুমি মিয়া মিটিমিটি খালি শীষ দাও,
একেলা গুনগুনাও লিউনার্ড কোহেন
হায় সম্ভাবনা_ তোমাকে হাতখরচ করে ফেলতেছি
জল রঙের মত(ন) রঙ তু...
Tuesday 10th July 2018 2:45 pm
একোয়াহৃদিয়াম
সর্বনামে তাকাও-
এড়ায়ে যাওয়ার তুলনামূলক শিল্পীত পন্থায়।
ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান, বাসা ভর্তি মেহমান
এবং দেয়ালের ঐকান্তিক মথ, আয়নায় শোয়ানো টিপ
আরও প্রথাগত.. বাদবাকি পায়রার অর্গল।
শোন সংযত-
এবেলা বৃষ্টি
ও বেলা তোমার মুখ
আমাদের প্রাচুর্য্য এই_
(দিকশূন্য নগর ডুবে গ্যালো তত্ত্বের ব্যাবাক আরোহনে
জলোচ্ছ্বাসের সংকট আর পূর্বাভাসে জলবেষ্টিত ফুটপাথ-
বিছানো ইটের পুলস...
Thursday 15th February 2018 6:34 pm
ঈদ মোবারক
এই শুয়োপোকা কাল..
রক্ত জবার ক্ষত জাগা প্রাণে
তোমার আমার বাড়িঅলার এহেন নিও নিও ফন্দি-
আসলে তো ফারাকের..
তথ্য আর অবগতির এই উপকূল উপদ্রুত সিভিলিয়ান অঞ্চল
খামারে_ বাসনার বিবিধ বেলুন, ক্লেদ, বুদবুদ..
পলক হাওয়ায় সহসা পাওয়া কোন নাম আর কেবলই
হারায়ে ফেলা দোনামনা মন যে গ্যাছে বুঝি মেঘের
বাড়িতে নাকি? ছেড়া স্যান্ডেল.. খুদে বার্তা- পাঠায়া
রাষ্ট্র জানাইতেছে ডিয়ার সাব্সক্রাইবার,
সে ...
Wednesday 10th January 2018 4:42 pm
এক ধরণের সমকালীন কবিতা
মানুষের আশেপিঠে নেমে আসা তারার দিনের পোকা
ছিড়ে দাও শ্যামাফুল
বিজলিকে কবুল-
ঘুমের ভেতর ভোতা ছুড়ি হাতে পায়চারী করা খিটখিটে মনোলোভাতুর
আঁচল খুঁজতে ফালি আর ফালি খুবলায় নিজেরে মগজ-বুক
সে যেন্ না পায় টের
সাবধানে তোমার ঝিঁঝিঁর টোকাটি দাও
ফের যাও দুষ্পাঠ্য গোপন
সন্ধ্যার সাগর
কোন শুকনা হাসির দেশে গিয়া না আবার কবে মর
জন অরণ্যের এরম সাফারিপার্কে তবু অলক্ষে প্রাণে
নেমে আসো..
...
Saturday 24th June 2017 9:58 pm
সু সা, আপনাকে-
মুখেতে আপনার কাহিনী লেগে আছে
সর্বদা ভ্রমণে থাকেন, পর্যটনের গাড়ি?
মন আর ভৌত বিঙ্গানে আপনার কাছাকাছি
আমি যে আছি এর কোন প্রমাণ তর্ক নাই
একসাথে একাধিক চলিতেছে রিয়েলিটি শো
পাসিং শটে আপনার সাইড টক আড় চোখে শোনা যায়
অনেক দূরে তরুণ শিক্ষক ক্লাস রোল ডাকে ছেয়ানব্বই, তেরানব্বই..
এরা যে কিসের এত বৈশিষ্ট্য পড়ায়
আপনি মিড নাইট ইন প্যারিস দেখবেন? চৌকষ
পড়ুয়া সহপাঠী যারে আপনি পেনড্রাইভ...
Friday 3rd March 2017 7:19 am
সমর্পণ ব্যাপারে
চারটা তো বেজেই গ্যাছে
তুলসীর মায়া কেটে কেটে তোমারে
বেরোতে বলে- আমি ত আসি না।
জালের ওইপাশে কব্জি ও মুষ্টিতে পেয়ে
লাফায় ঘুরে উঠতেছে বল
দলগত খেলা ভাল যে পারি না তা না
তবে মাটি ছুয়ে গেলে বলতেছ হার এ কথা না মানি-
জন্তুর মত আমারে নাও
ওই বল গিয়ে আমি মুখে তুলে আনি?
বিরক্তে তুমি তাও পায়চারি
আমাকে ভেবে বুঝি এক হাতে বল ঠেলে ভলি কর
আরেকটি হাতে ব্যগ্রতা আছে- লেবু পানি
করতেছ পান
আমি আসতেছি না
তোমা...
Sunday 20th November 2016 3:08 pm
Recent Comments
Stephen Gospage on Elected by Smoke: 133 Men Decide for over a Billion
26 minutes ago
Reggie's Ghost on TV : VE80
51 minutes ago
Holden Moncrieff on Gossamer.
1 hour ago
Francis Peter on Aderia Niccole
1 hour ago
David RL Moore on Lancaster
2 hours ago
Auracle on The Cut-Out-And-Keep Guide To Trees
3 hours ago
Auracle on The Life and Death of Words
3 hours ago
Stephen Gospage on Spectator
4 hours ago
Stephen Gospage on Gossamer.
4 hours ago
Stephen Gospage on The Life and Death of Words
4 hours ago