লস্ট ইন ট্রান্সলেশন

entry picture

সবারই তো মনে মনে ব্যবসা

কত না গোয়া মারে মনে মনে

সকলই সকলকে

হায় হাছান হায় হোছেন

জান ফেটে তো বাহির হয়া যাইতেছে সব-

মেধা আর প্রেম

 

হালে পানি নাই-

পানি নিয়ে ভাবনার গোলটেবিলে

নিজের সঙ্গে নিজেই খেলে ফেলতেছি কয়েক দান

রক পেপার সিজার্স

 

আর তুমি মিয়া মিটিমিটি খালি শীষ দাও,

একেলা গুনগুনাও লিউনার্ড কোহেন

হায় সম্ভাবনা_ তোমাকে হাতখরচ করে ফেলতেছি

জল রঙের মত(ন) রঙ তুমি

 

কিন্তু দেখ রঙও উইঠা যায়

মন- সেও তো তাই

দীঘির থেকে উঠবে যদি জলকুমারী

একটা কয়োটা ক্যারোলিনা চালায়া

সেও যেন যাইতেছে কই

পাহাড় ডিঙায়ে দূরদেশ, বন্ধুরাষ্ট্র নাকি ?

 

অথচ কত কথা আমাদের

পেটে আর ইনবক্সে..

তোমাকেই লিখে দেখাব এসব কথা-

দুরহ ব্যাপার..

 

ঠোটের আগায় ঝুলে থাকা বিড়বিড় জিঙ্গাস্য জড়তায়

চাইলেই তো সব আর বলে ফেলা যায় না..

এ ফ্রেঞ্চ ফুল মুভি উইথ ইংলিশ সাবটাইটেলে

তোমাকে তো দেখি ব্রো

পেখম মেলে বসে থাক

গিরিবাজ অস্থির রূপবান।

 

একবার বলে ফেললেই কথারা_মানে বদলাবে বারবার

আমাদের ডিম ভাজি করে খাবে

লকলকে জিবওয়ালা ট্যুর প্রিয় সেয়ানা পিয়ার গ্রুপ

অর্ধেক চাঁদনী-

সেও কেঁটে যাবে

খন্ড কালো কিছু কমা আরও সন্দিহান_কিছু

প্রশ্নবোধকের ভীড়ে

নিজেকে আবিষ্কারের ভয়

 

ভাঙা কাঁচের গুড়ার মতন বেকায়দার

অনামি কুসুম ঘোরাফেরা করছে রক্তে-

 

আক্রান্ত হইবার সাঁধ বেজার(য়)..

🌷(1)

◄ একোয়াহৃদিয়াম

* ►

Comments

<Deleted User> (19421)

Thu 19th Jul 2018 11:32

I have no idea what it says - but it looks great!!!



DJB

Profile image

Wood

Wed 11th Jul 2018 22:23

poetic form..
maybe next time you could translate to English words?
would have like to have read the poem.
thank you.

If you wish to post a comment you must login.

This site uses only functional cookies that are essential to the operation of the site. We do not use cookies related to advertising or tracking. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message